অবতক খবর,১ ফেব্রুয়ারি: আজ বিকেল থেকে হঠাৎ জলশূন্য হয়ে পড়ল হালিশহরের বেশ কিছু ওয়ার্ড। জানা গেছে, হালিশহর তেঁতুল তলায় জলের একটি পাইপ কোন কারণে ফেটে যায়। তার ফলে তেঁতুল তলা সংলগ্ন বেশ কিছু অঞ্চলে জল সরবরাহ ব্যাহত হয়েছে। তবে হালিশহরের ১,২,৩ এবং ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিষয়টি নিয়ে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর সঙ্গে কথা বললে তিনি জানান, তেঁতুল তলায় জলের পাইপ ফেটে যাওয়ার ফলে জল সরবরাহ ব্যাহত হয়েছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় ওই পাইপ মেরামতের কাজ চলছে। আশা করা যায় আজ রাতের মধ্যে পাইপ মেরামত করা যাবে এবং আগামীকাল সকাল থেকেই জল সরবরাহ স্বাভাবিক হবে।