অবতক খবর,২ জুন: এবার বীজপুরের গোল্ড মেডেলিস্ট ক্যারাটে চ্যাম্পিয়নদের পাশে থেকে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী।

গত ২৫-৩০শে মে পাঞ্জাবের একটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্যারেটে ন্যাশানাল চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। ন্যাশনালে দেশের ১৪টি রাজ্যের ১ হাজারের বেশি প্রতিযোগীদের হারিয়ে মার্শাল আর্টে ৩৭ টি গোল্ড সহ ৮৬টি মেডেল ছিনিয়ে আনলো বাংলা। তারমধ্যে রয়েছেন বীজপুরে বেশ কয়েকজন খুদে ছেলে ও মেয়ে।

বিধায়ক সুবোধ অধিকারীর ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় তারা পাঞ্জাবে অল ইন্ডিয়া ওকাইজি কাপ ক্যারাটে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। শুধু তাই নয়, আগামী ৪ এবং ৫ জুন তারা শিলিগুড়ি যাচ্ছেন। শিলিগুড়িতে ট্রায়ালে যদি তারা জিততে পারেন তাহলে আগামী দিনে এশিয়ান গেমসে প্রতিযোগী হবার সফলতা অর্জন করবেন।

তাদের শিলিগুড়ি যাতায়াতের ব্যবস্থার কোনরকম ত্রুটি রাখলেন না বিধায়ক সুবোধ অধিকারী ও চেয়ারম্যান কমল অধিকারী। তাঁরা আশ্বাস দিলেন,আগামীতে তাঁরা তাদেরকে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।