নবারুণ ভট্টাচার্য বাংলা সাহিত্যে অনন্য একটি নাম। তিনি বর্তমান সময় সম্পর্কে কি লিখতেন আমরা জানিনা। তবে জানি আমাদের গেরস্থালি সাধারণ মানুষের মনের ভাষা অনেকে বলেন সাব অলটার্ন শব্দের ব্যবহার করে তিনি সময়কালকে ধরতেন।

বিষ্ঠা
তমাল সাহা

নবারুণ যদি থাকতো
কি বলিত আজ?
বালের রামরাজ!
সীতাকে অগ্নিপরীক্ষায় ফেলেছিস তুই
আছে তোর কোনো লাজ?

বীর মারাচ্ছিস!
অন্যায় ভাবে বালিকে খুন!
লক্ষ্মণকে সরিয়ে নিলি
ঊর্মিলার বুকে জ্বলে আগুন।

কী টুপিবাজ তুই! দিলি কী টুপি!
বিশেষ ধনুর্বিদ্যা শিখবি বলে মিতালী,
ঢুকে গেলি গুহক ডোমের চৌখুপি!

রামরাজ! মানুষকে দিবি নিরাপত্তা?
দলিত শম্বুক মুনিকে করলি অন্যায়ভাবে হত্যা।

যুদ্ধ করলি তুই, আমরা কি জানি না?
মরলো কারা? হাজার হাজার বানর সেনা।

তুই শালা করবি রামরাজ প্রতিষ্ঠা?
রাষ্ট্রের তোর প্রতি এত নিষ্ঠা?
আয় তোর ও ওর গায়ে মেখে দিই
মানব বিষ্ঠা।