অবতক খবর,মৃন্ময় লাহিড়ী,কল্যাণী,নদীয়া,১৭ অক্টোবর: বিশ্ব খাদ্য দিবসে রূপকথার দিন কল্যাণী ব্রাঞ্চ প্লাটফর্মে। এই অঞ্চলের শিশুদের হাতে তুলে দিলেন ওদের প্রিয় খাবার ফ্রাইড রাইস, চিলি চিকেন,মিষ্টি। রূপকথা দিন সারা বছর ধরেই চেষ্টা করে এদের হাতে পুষ্টিকর খাবার তুলে দিতে। এদের পড়াশুনোর সামগ্রী থেকে শুরু করে নতুন বস্ত্র সবই নানা অনুষ্ঠানে রূপকথার দিন এদের হাতে তুলে দেয়।

খাদ্য দিবসের অনুষ্ঠান প্রসঙ্গে রূপকথার দিনের কর্ণধার ও বিশিষ্ঠ সমাজসেবী ও পরিবেশ প্রেমী পবিত্র বন্দ্যোপাধ্যায় বললেন,”খাদ্য দিবস শুধুমাত্র একটি পালনীয় দিন নয়। খাদ্য দিবস মানে পুষ্টিকর খাবারের থেকে কেউ যেন বঞ্চিত না হয় তার প্রতি সচেতন হওয়া। প্রত্যেকটা শিশু যেন ভেজালহীন খাদ্য পায়। সঠিক খাদ্যের অধিকার সবার। মানুষ এ বিষয়ে যত সচেতন হবে,যত এগিয়ে আসবে তত এই সমাজের মঙ্গল। যাদের আছে তারা যদি একটু হাতটা বাড়িয়ে দেন,তবে পিছিয়ে পড়া মানুষদের বিশেষকরে শিশুদের প্রতি বিষয়টা আরো মানবিক হয়। কেননা ওরাই আগামী পৃথিবী। আজ যেমন এগিয়ে এসেছেন শুভজিৎ ও সায়াননিতা,তাদের সন্তান গোগোলের জন্মদিন উপলক্ষে এই ছোটদের জন্য তাদের প্রিয় খাবারের ব্যাবস্হা করতে সাহায্য করেছেন। ঠিক সেই ভাবেই যদি আরো মানুষ আগামীতে এগিয়ে আসেন তবে পৃথিবীটা আরো সুন্দর হয়।”