বাংলাদেশ উৎসব মণ্ডপে হামলা–
সব জানি।
বিশদে যাব না–
কারণ এতে হতে পারে সাম্প্রদায়িক উস্কানি।

মানুষ আছে
তমাল সাহা

নরপশুরা থাকলেও
মানুষ আছে–
পাবনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
সুমন শামস আমার কবিবন্ধু–
রমানাথ সংখ্যালঘু নয়, সে মানুষ
তা সুমন জানে

শব্দবোধ-এরসম্পাদিকা সুহিতা সুলতানা ফুঁসছে ক্রোধে- অভিমানে
তার চোখ মানবতাবোধে উজ্জ্বল

সমাজকর্মী সায়েদা রত্না আমার বন্ধুনি
সে তো সোচ্চার তুমুল লিখেছে, আমার অসম্প্রদায়িক দেশের প্রতিচ্ছবি, আহা!
সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে তুলেছে আঙুল।

মানুষ-মানুষই–
মানুষ কি করে সংখ্যালঘু-সংখ্যাগুরু?
কবে ভাঙবে আমাদের এই ভুল!