অবতক খবর , কলকাতা : জানবাজারের জমিদার বাবু রাম দাস আজ বেঁচে থাকলে বাবুঘাটের জমাযেত গঙ্গাসাগর পূণ্যার্থীদের ওপর কর বসাতেন নিশ্চিত। কেননা যে হারে বাবুঘাটে নাগা সন্ন্যাসী থেকে ভন্ড সাধু দের রমরমা এবং তার জেরে বিভিন্ন মানুষ যেভাবে ধর্মের জিগির তুলে ভিক্ষা দিচ্ছেন তাতে গঙ্গাসাগর না গিয়েও এখানকার সাজানো সাধু বা পূণ্যার্থীদের মধ্যে প্রচুর উন্মাদনা , রোজগারের মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মেলায় ঘুরতে আসা উত্তর প্রদেশের জানকী দেবী এসেছেন তাঁর হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজতে। ১৪ বছর আগে এই দিনে তার ছেলে হারিয়ে গিয়েছিল। তাঁর বিশ্বাস ছেলে সাধু হয়ে গিয়েছে। হারানো ছেলের সঙ্গে দেখা হওয়ার আশায় অশক্ত শরীরে বারো ক্লাসে পড়া নাতির সাথে এখানে আসেন। আগামী ১৪ই জানুয়ারি ভোর রাতে সবাই সাগরের অভিমূখে যাত্রা করবেন।