অবতক খবর: অভিষেক-রুজিরার বিরুদ্ধে লুকআউট সার্কুলার প্রত্যাহার করতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে(ইডি) নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশের ফলে বড়সড় স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা। শুক্রবার এনিয়ে শীর্ষ আদালতের নির্দেশ, বিদেশ যাওয়ার এক সপ্তাহ আগে ইডিকে জানালেই হবে। ইতিপূর্বে, আদালতকে ইডি জানায়, ২৬ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত বিদেশ যেতে তাঁরা অভিষেককে অনুমতি দিয়েছেন।

প্রসঙ্গত, প্রায় দেড় মাস আগে বিদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে বাধার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও তাঁর সন্তানরা। সেবার বিদেশ না গিয়ে ফিরতে হয়েছিল তাঁদের। ইডির আপত্তিতেই রুজিরার বিদেশযাত্রা হয়নি সেবার। তাঁর বিরুদ্ধে তদন্ত চলায় দেশ ছেড়ে যেতে পারবেন না, এমনই বলা হয়েছিল ইডির তরফে। যদিও রুজিরা আগেই ইডিকে বিদেশযাত্রার কথা জানিয়েছিলেন বলে দাবি করেন।অজাণা যাচ্ছে, ওই ঘটনার জন্য এবার ইডি ক্ষমা চাইল শীর্ষ আদালটে। সূত্রের খবর, ইডির অবগতিতেই সেবার সন্তানদের নিয়ে বিদেশ যাচ্ছিলেন রুজিরা। তাঁকে আটকানো ঠিক হয়নি।