অবতক খবরঃ কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন যে হকার্স মার্কেটটি রয়েছে সেই মার্কেটটির নাম বিবেকানন্দ মার্কেট। এই মার্কেটের ক্ষমতা চলে গেল নতুন ক্ষমতাধরদের হাতে। বর্তমানে এই মার্কেটটির পরিচালন সমিতি তৈরি হয়েছে। সেখানে এক নতুন গোষ্ঠীর হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে। এই ক্ষমতার প্রাধান্য পেয়েছেন এক সময়ের এই কাঁচরাপাড়া অঞ্চলের পরিচিত নেতা রাজা সরকার। তিনি দীর্ঘ বছর রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে সরে গিয়েছিলেন ।তিনি গোষ্ঠী হিসাবে শুভ্রাংশু গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন। এখন যারা ক্ষমতাধর তিনি সে দিকে চলে এসেছেন। পরিচালন সমিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে রাজা সরকারেরর প্রাধান্য রয়েছে। উপদেষ্টা সমিতিতে নিয়ন্ত্রণ করছেন পৌরপ্রধান কমল অধিকারী, তন্ময় ভট্টাচার্য এবং রয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণকর।

সভাপতি মনোনীত হয়েছেন যে রাজা সরকার। সম্পাদক নির্বাচিত হয়েছেন পার্থ ঘোষ। ‌
পরিচালক সমিতিতে রয়েছেন নয় জন সদস্য এবং কার্যকরী সমিতির সদস্য রয়েছেন ১৩জন।

এইভাবে নির্বাচন সমিতি গঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। পূর্বতন পদাধিকারীরা সেভাবে এই কমিটিতে গুরুত্ব পায়নি এবং গুরুত্ব দেয়া হয়নি বলে জানা গিয়েছে।