বিজ্ঞান ও মানুষ বিষয়ক
তমাল সাহা

এক)
চাপ

নিম্নচাপে বৃষ্টি হয়
উচ্চচাপে বেলুন উড়ে যায়
মানুষের পার্শ্বচাপে রাষ্ট্র ভেঙে পড়ে
বায়বীয় তরল গ্যাসীয় চাপের কথা
বলেছেন পাস্কাল
মানুষের চাপের কথা কেন পড়েনি নজরে ?

দুই)
টান

অভিকর্ষ টানে আপেল পড়ে
কোন টানে মানুষ কুর্সি থেকে
রাজাকে টেনে নামায়
নিউটন এসব কিছুই জানান নি
লড়াকু মানুষ দ্বান্দ্বিক নিয়মে
নিজেই বিজ্ঞানী হয়ে যায়।

তিন)
আগুন

হিন্দুত্ববাদীরা কি করতো কে জানে?
আগুন আবিষ্কার না হলে
তারা দাহ হতো কোন শ্মশানে?
তখন আর কি উপায় থাকতো?
মরদেহ তো গোর দিতে হতো কবরস্তানে!

চার)
সূত্র

বস্তু কখন ভাসে কখন ডোবে
সে কথা বলে গিয়েছেন আর্কিমিডিস
বস্তু কখন কিভাবে রুখে দাঁড়াবে
সেই কথা বলে গিয়েছেন মার্ক্স-লেনিন-মাও
— পৃথিবী পাল্টানোর মনীশ।

পাঁচ)
তাপ

তাপে বস্তুর গলন হয়
তাপ বস্তুর রূপান্তর ঘটায়।
জন উত্তাপেই মসনদ উল্টে যায়
রাজা মুখ থুবড়ে পড়ে।
বিজ্ঞান বইতে একথা লেখা কোথায়?
আমরা তো জেনেছি ইতিহাস পড়ে!