অবতক খবর,১১ ডিসেম্বর: ‘বিজেপি ফাঁপা এবং ভাড়ের দল তাই ভাড়ামি ছাড়া আর কোন কাজ নেই, আগাম কর্পোরেশন নির্বাচনের পর এই বিজেপি দল টা কে আর খুঁজে পাওয়া যাবে না ।’ মন্তব্য হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের, পাশাপাশি আগামী দিনেও রাহুল সিনহা ভারতবর্ষে যেকোন প্রান্তে ভোটে দাঁড়ালে সেখানেও দ্বায়িত্ব নিয়ে তাকে দলবল নিয়ে গিয়ে হারাবো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন-জ্যোতিপ্রিয়।

এদিন হাবড়া সুপার মার্কেটে অস্থায়ী বস্ত্র হাট উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,বিজেপি ফাঁপা এবং ভাড়ের দল তাই ভাড়ামি ছাড়া আর কোন কাজ নেই বিজেপির।পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে আর খুজে পাওয়া যাবেনা।কলকাতা নির্বাচনে একটি আসনও বিজেপি পাবেনা।পাশাপাশি আগামী দিনে গোটা রাজ্যে নির্বাচন হলে তখনও বিজেপি অস্তিত্ব থাকবে না।বিজেপির কাজ হলো এখন নিজেদের লড়াই তাই দিল্লি যে আগে পৌঁছাচ্ছে তাকে পেছন দিক থেকে টেনে নামানোই হচ্ছে বিজেপির কাজ।