অবতক খবর: জয়ী প্রার্থীকে সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ মালদায়। এই কারণে সড়ক অবরোধ বিজেপি নেতা, কর্মীদের। অবরোধে উপস্থিত বিজেপির বিধায়ক, সাংসদরাও। ঘটনা প্রসঙ্গে উত্তর মালদার সংসদ খগেন মুর্মু দাবি করেছেন, মালদা জেলা পরিষদের ৩ নম্বর আসনের দিপালী বলা এবং ৪ নম্বর আসনের সোনালী টুডু ৫ নম্বর আসনের তারাশঙ্কর রায় জয়ী হয়েছেন। তবে তাঁদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না।

একইভাবে এগরা ২ পঞ্চায়েত সমিতিতে ২৪টি আসনের মধ্যে ১২টি তে জয়লাভ করে বিজেপি। পাশাপাশি ১২টি আসন পায় তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপির দাবি, তাঁদের জয়ী প্রার্থীদের শংসাপত্র দিচ্ছে না এগরা ২ ব্লকের রিটার্নিং অফিসার তথা বিডিও কৌশিস রায়। এরই মাঝে তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত সমিতি প্রধানের সঙ্গে বচসায় জড়ায় বিজেপি সমর্থকর।

এগরা ২ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দীনেশ প্রধানকে দেখে ‘চোর চোর’ স্লোগানও ওঠে। সেই তৃণমূল নেতাকে লাথিও মারা হয় বলে অভিযোগ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বালিঘাইতে গভীর রাতে চরম উত্তেজনা ছড়ায়। পরে বালিঘাই গণনাকেন্দ্রে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।