অবতক খবর,২৮ এপ্রিলঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে বিজেপির রাজ্য মুখপাত্র শমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া——-

সুপ্রিম কোর্টের এই নির্দেশে যারা উচ্ছ্বসিত তাদের মনে রাখা উচিত যে জনমানষে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, স্বেচ্ছাচারিতা, মানুষের জীবন থেকে সাত আট বছর চুরি করে নেওয়া এবং তাদের মেধাগুলোকে চড়া দামে বাজারে বিক্রি করা আজ প্রতিষ্ঠিত।

তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত তাদের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি সমাজের সর্বস্তরকে স্পর্শ করেছে।

আইনের বিচারে আদালতের অবজারভেশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে কিছু মামলা দূরে সরিয়ে নেয়া যেতে পারে। এটাও মনে রাখতে হবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে এই তদন্ত গতিপ্রাপ্ত হয়েছে। বহু দুর্নীতিগ্রস্ত মানুষের মুখোশ আজ খুলে গেছে। বহু মানুষকে জেলে যেতে হয়েছে। কোটি টাকা উদ্ধার হচ্ছে।

সুতরাং আদালতেরও এটা দেখা উচিত নেচারাল জাস্টিস যেন কোন জায়গায় থেমে না যায়। মানুষ যেন সুবিচার পায়। যাদের মেধা প্রতারিত হয়েছে তারা যেন উপযুক্ত বিচার পায়।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চ থেকে মামলা সরিয়ে নেওয়া যেতে পারে কিন্তু এটাও ঠিক আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য।