অবতক খবর,৭ জানুয়ারি: সবেমাত্র তৈরি হওয়া উত্তর 24 পরগনা জেলার বারাসাত সরকারি মেডিকেল কলেজের ক্যান্টিনে কি আক্রান্ত মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তার অভিযোগের রাতভর মেডিকেল কলেজ বয়েজ হোস্টেল ছাত্রদের জন্য বিক্ষোভ। অভিযোগ শনিবার রাতে মেডিকেল কলেজের ক্যান্টিনে বসে ল্যাপটপ চালাচ্ছিল দ্বিতীয় বর্ষের এক মেডিকেলের ছাত্র, তার পিছনেই বসেছিল মেডিকেল কলেজের ক্যান্টিনের দায়িত্বে থাকা মহিলার স্বামী, যদিও তিনি মেডিকেল কলেজের সাথে কোনভাবেই যুক্ত নয়। ওই যুবক ক্যান্টিনে বসে ল্যাপটপ চালাচ্ছিলেন সে সময় বিরক্ত ফিল করে ওই ছাত্র ওই ব্যক্তি কেন ওখানে বসে আছে জিজ্ঞেস করে তাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ। এর পরবর্তী সময়েই কার্যত বৃক্ষয় ফেটে পড়ে সদ্য তৈরি হওয়া বারাসাত সরকারি মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষ ছাত্র ছাত্রীরা রাতেই বারাসাত মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলের সামনে বিক্ষোভ দেখা থাকে ছাত্রছাত্রীরা এবং অভিযুক্তের সঠিক শাস্তির দাবি করেন। বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বে থাকা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্র-ছাত্রীরা ।

তবে অভিযোগ ওটা মেডিকেল কলেজের ক্যান্টিনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাদের পক্ষ থেকে কোনরকম সদর উত্তর পাওয়া যায়নি। তবে অভিযুক্তের গ্রেফতার না করা হলে আগামীকাল সকাল থেকে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এই মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা এমনটাই হুঁশিয়ারি।