অবতক খবর,১৭ অক্টোবরঃ বারাসত নবপল্লী আমরা সবাইয়ের কালীপুজোর মূল আকর্ষণ ৫০০ শিবলিঙ্গ,রবিবার চলছে দ্রুত গতিতে কাজ।পুজোর বাজেট ৩০-৩২ লাখ টাকা।এবছর তাদের পুজোর ষষ্ঠ তম বর্ষ।এবার তাদের থিম কর্ণাটকের কোটি লিঙ্গেশ্বর মন্দির।মূল মন্ডপ ছাড়াও ৬টি করে দুধারে মোট ১২ টি শিবের মন্দির থাকছে।মুল মন্ডপের উচ্চতা থাকছে ৯০ ফুট।

প্রতিমায় থাকছে সুতোর কাজ।সাড়ে তিন মাস আগে থেকে শুরু হয়েছে মন্ডপ তৈরির কাজ।গত দুবছর করোনার কারণে দর্শনার্থীদের চাপ সেইভাবে ছিলো না, তবে এবছর দর্শনার্থীদের চাপ অনেকটাই বেশি থাকবে,দর্শনার্থীদের সামলাতে প্রশাসনের সাথে সবরকম সহযোগিতা করবেন ক্লাবের সকল সদস্যরা।নবপল্লী আমরা সবাই এর কালিপুজো মূলত ২০১৮ সাল থেকে সকলের নজর কেড়েছে।সেই বছর তারা তৈরি করেছিলো চারধাম।সেইবছর জেলার সেরার সেরা পুজোয় সম্মানিত হয়েছিলো।তারপর থেকেই দর্শনার্থীদের কাছে বারাসতে বড় পুজোগুলির মধ্যে অন্যতম বড় পুজো নবপল্লী আমরা সবাই,এবছরও সেই ধারাবাহিকতা বজিয়ে রাখবে উদ্যোক্তারা।