অবতক খবর,১৪ ডিসেম্বরঃ বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিও শুরু দিয়েছে সমস্ত রাজনৈতিক দল গুলি। এলাকার উন্নয়ন মূল হাতিয়ার শাসক দলের । মুখ্যমন্ত্রী মুখে গ্রামের রাস্তা ঘাট উন্নায়নের কথা শোনা যায়। কিন্তু উত্তর ২৪ পরগণার বাগদা ব্লকের সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েত এলাকার বগুলা গ্রামের বাসীন্দারা পাকা রাস্তার দাবীতে রাজ্য সড়ক অবরোধ শুরু করলো। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে তিন থেকে চার কিলোমিটার রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে জানানো সত্বেও রাস্তা সংস্কার করা হয়নি। ফলে পাকা রাস্তার দাবিতে সরব হয়ে সিন্দ্রানী বাজারে অবরোধ শুরু করে বাসীন্দারা। আগে রাস্তা পরে ভোট এই স্লোগানকে সামনে রেখেই অবরোধ শুরু করেছে আন্দোলনকারীরা । গ্রামবাসীদের দাবি যতক্ষণ না পর্যন্ত রাস্তা নিয়ে কোন সদুত্তর পাচ্ছে ততক্ষণ তাদের এই অবরোধ চলবে ।