অবতক খবর,৮ জুলাইঃ বাইপাসে অজয়নগরের কাছে যাদবপুর-সল্টলেক রুটের একটি এসি-৯ বাসে আচমকা আগুন লেগে যায়। তবে কোনও যাত্রীর হতাহতের খবর মেলেনি।সকলকেই নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে।বর্তমানে কলকাতার রাস্তায় চলছে বহু ইলেকট্রিক বাস।সবই ব্যাটারিচালিত।এই বাসটিও ব্যাটারিচালিত ছিল বলে জানা যাচ্ছে।ওয়াকিবহাল মহলের ধারণা ব্যাটারি থেকে শর্ট সার্কিটের কারণেই এই এসি বাসটিতে আগুন লেগে থাকতে পারে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকল।

যে মুহূর্তের বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায় তখনই তড়িঘড়ি বাস থেকে যাত্রীদের নামিয়ে আনেন বাসের চালক ও কনডাক্টর। আর সে কারণেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে বাসে কতজন যাত্রী ছিল তা সরকারিভাবে জানা যায়নি।

কিন্তু, দুপুর-বিকালের দিকে সাধারণত এই রুটের বাসগুলিতে অল্প সংখ্যক যাত্রী থাকে। এদিকে যে এলাকায় আগুন লেগেছে তা আদপে পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের আওতায় পড়ে।খবর যায় তাদের কাছে।দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ট্রাফিক সার্জেন্টরা। তাঁরাই খবর দেন দমকলে।