অবতক খবর,৪ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ বাংলা আবাস যোজনার টাকা ব্যাংকে পাইয়ে দেওয়ার নাম করে এক মহিলার ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগে দুইযুবককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত একজন আলিবুদ্দিন মল্লিকের বাড়ি মেমারি থানার সিমলা গ্রামে। অপরজন শোভন মহন্ত মেমারীথানার কৃষ্ণপুর গ্রামে। থানা সূত্রে জানা গেছে, মন্তেশ্বরের ভাগরা গ্রামের মহিলা হাসনা বেগম শনিবার সকালে মন্তেশ্বর থানায় এক লিখিত অভিযোগে জানান , ২৯-১১- ২০২২ তারিখে অভিযুক্ত দুই যুবক তার বাড়িতে হাজির হয়ে বাংলা আবাস যোজনায় তাকে টাকা পাইয়ে দেবার নাম করে তার আধার কার্ড ভোটার কার্ড সহ অন্যান্য কাগজপত্র গুলি চায়। এরপর একটি বায়োমেট্রিক মেশিনে ওই মহিলার আঙুলের ছাপ দিতে বলে আঙুলের ছাব নাই । মহিলার দাবি, ঘটনার দুই দিন পর ব্যাংকে গিয়ে জানতে পারা যায় তার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। তার পর হাসনা বিবি গতকাল শনিবার সকালে অভিযোগ করে ওই দুই যুবকের বিবরণ দেয় মন্তেশ্বর থানার পুলিশকে। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্তে নামে। তদন্তে পুলিশ গোপন সূত্র জানতে পারে ওই দুই যুবক আবার মন্তেশ্বর থানার পুটশুরী সহ বিভিন্ন এলাকায় ক্রাইম করার জন্য ঢুকেছে। গোপন সূত্রে পুলিশ জানতে পারে ওই দুই যুবক পুটশুরী এলাকা থেকে ফিরে মেমারির দিকে যাচ্ছে শনিবার বিকাল নাগাদ কুসুমগ্রাম বাজারে এলাকায় পুলিশ ওই দুই যুবককে ঘিরে ফেলেএবং অভিযোগকারী বিবরণের ওই দুই যুবকের মিল খুঁজে পেয়ে তাদের গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক জেরায় ধৃতরা অপরাধের কথা স্বীকার করেছে। ধৃতদের কাছ থেকে তিনটি মোবাইল, একটি মটরবাইক, একটি বায়োমেট্রিক্স স্ক্যানার ও নগদ ৮১৭০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের রবিবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ।