অবতক খবর,৪ ডিসেম্বরঃ পঞ্চায়েত ভোটের দামামা বাজা এখন শুধু সময়ের অপেক্ষা। সেই মুহূর্তে উঠে আসল ক্যামেরা বন্দী হওয়া উত্তর চব্বিশ পরগনা জেলার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়া মেইন রাস্তার করুণ দশার চিত্র। সূত্র মারফত জানা যায় দুই বছর আগে তৈরি হওয়া এই রাস্তাটি বিস্তীর্ণ এলাকা খানাখন্দে ভরা। স্থানীয় বাসিন্দা থেকে স্কুল পরুয়াদের কথায়ও উঠে আসলো এই রাস্তার বিষয়ের ব্যাপারে বিষাদের সুর। অত্যন্ত এই প্রয়োজনীয় রাস্তাটি হসপিটাল সহ ৭৩ নম্বর মেইন রাস্তা সংযোগকারী রাস্তার দুরবস্থার কথা বলে তার আশু সমাধানের প্রয়োজন বলে মন্তব্য করেন। যদিও ওই অঞ্চলের গ্রাম সভার সদস্যরা

এড়িয়ে গিয়ে পঞ্চায়েতের ভোটের আগেই রাস্তা হবার কথা জানালেন। এখন দেখার ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতে ভোটের পূর্বে রাস্তাটি উপহার পায় কিনা তার দেখার সময়ের অপেক্ষা।