অবতক খবর ,২ আগস্টঃ আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী অভিযোগ করেন সীমান্ত বাহিনীর অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। নিরীহ মানুষের দের সীমান্ত বাহিনী গুলি করে মারছে। বিধায়ক ইদ্রিস আলী, মাননীয় ডেপুটি স্পিকার শ্রী আশিষ ব্যানাজীর কাছে বলেন, কেন্দ্রীয় সরকারের মদতে সীমান্ত এলাকায় গরু পাচার চলছে।

বি এস এফ ও কেন্দ্রীয় সরকারের মদত ছাড়া গরু পাচার সম্ভম নয়।তাই গরু পাচারের জন্য কেন্দ্রীয় সরকার ও বি এস এফ কে পুরোপুরি দায়ী করলেন বিধায়ক ইদ্রিস আলী। তিনি আরও বলেন, ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,এই পবিত্র সদনে বি এস এফ এর অত্যাচারের বিরুদ্ধে কিছু দিন আগে, বক্তব্য রাখার পর অনেক অত্যাচার কমেছিল। পুনরায় বি এস এফ এর অত্যাচার বেড়েছে। সামনে বর্ষাকাল এবং চাষের সময়,যাতে ভারতীয় নাগরিকরা সৃষ্ঠভাবে চাষবাদ করতে পারে, তার অনুরোধ জানাই।