অবতক খবর,১ ফেব্রুয়ারিঃ ১৮৬৩ সালে স্থাপিত হয় চাঁতরা ফাঁড়ি তারপর থেকে সুনামের সঙ্গে চলতে থাকে এই ফাঁড়ি । ২০০৯ সালে পর্যাপ্ত পুলিশ কর্মী না থাকার জন্য বন্ধ হয়ে যায় এই ফাঁড়ি। তারপর টানা ১৪ বছর বন্ধ অবস্থায় পড়ে থাকে এই ফাঁড়ি। শ্রীরামপুর থানার অধীনে এই ফাঁড়ি, এবং শ্রীরামপুর পৌরসভার তিনটি ওয়ার্ড এবং প্রায় কুড়ি হাজার মানুষ নিয়ে গঠিত এই ফাঁড়ি। দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে থাকার কারণে মানুষকে অভিযোগ জানাতে যেতে হতো শ্রীরামপুর থানায়। নিরপত্তার অভাবে ভুগছিলেন সাধারণ মানুষ ।

চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে বন্ধ থাকা ফাড়িগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ২৬ শে জানুয়ারি কোদালিয়া ফাঁড়ি চালু করা হয় । তার কিছু দিনের মধ্যেই পুনরায় চালু করলেন চাতরা ফাঁড়ি।