অবতক খবর,১ ফেব্রুয়ারিঃ ভরতপুর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের সৌজন্যে ঘোষকুরা লোহাদহ এর যে ১৫৭ নম্বর ঘোষকুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন স্থানীয় বাচ্চাদের অভিভাবক এবং অভিভাবিকারা। তাদের বক্তব্য রাজ্য সরকার যতই অঙ্গনারী কেন্দ্রের খাবার বরাদ্দ করুক না কেন দায়িত্বে যারা আছেন তারা এসব কোন কিছু মানে না। বেশিরভাগ দিনে বাচ্চাদের দেয়া হয় ভাত আর ডিম সেদ্ধ কোনো রকম সবজি নাই।

মাদের ক্ষেত্রে কোন রকমের সবজির ব্যবস্থা নাই। এটা নিজের মুখে স্বীকার করলেন দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি। সাধারণ মানুষের অভিযোগ এখানে কোনরকম পড়াশুনা হয় না যে হেলপার আছে যেদিন যেদিন তাকে বলা হয় সেই দিন ডিম সেদ্ধ আর ভাত এই বাচ্চাদের জন্য করা হয়, তাই স্থানীয় মহিলাদের দাবি অবিলম্বে এই অঙ্গনারী কেন্দ্র বন্ধ করে দেয়া হোক না হলে এখানে মা এবং বাচ্চাদের জন্য কি কি খাবার বরাদ্দ আছে তার তালিকা দেয়া হোক। এই অঙ্গনারী কেন্দ্রের হেল্পার কাকুলি বিশ্বাস তিনি নিজের স্বীকার করলেন যে নিয়মিত দায়িত্বে যে আছেন তিনি আসেন না এবং যেদিন যেদিন বন্ধ বলেন সেদিন সেদিন বন্ধ রাখা হয় বলে তিনি জানান। স্থানীয় মানুষের বক্তব্য মা এবং বাচ্চাদের জন্য যে খাবার বরাদ্দ করা হচ্ছে সেগুলোই যে দেয়া হচ্ছে না তার দেখার দায়িত্ব কার?