অবতক খবর,১৯ জুনঃ বল ভেবে খেলতে গিয়ে বোম ফেটে জখম শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ফরাক্কার ইমামনগর। স্থানীয় সুত্রে জানাযায়, আজ দুপুর নাগাদ বেশ কিছু বাচ্চা আম বাগানে খেলা করছিল। সেই সময় একটি পরিত্যক্ত জায়গা থেকে বল ভেবে বোম নিয়ে খেলতে যায়। তখন বোম ফেটে জখম হওয়ার ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে। স্থানীয় বাসিন্দারা আহতদের বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। ঘটনার তদন্ত শুরু করে ফরাক্কা থানার পুলিশ।

মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের উত্তর ইমাম নগর বিডিও মোড় এলাকাসংলগ্ন একটি আমবাগানে বেশ কিছু শিশু খেলা করার সময় বোমা ফেটে আহত শিশু ।সোমবার সকাল সাড়ে ১১ টায় নাগাদ ঘটে এই দুর্ঘটনা । গুরুতর আহত হয় আরিয়ান শেখ (৮) , দাউদ শেখ (১০) , আসাদুল সেখ (৭), সুভান শেখ (১১), ইমরান শেখ (৯) । এরা প্রত্যেকেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র । আম বাগানে বল ভেবে খেলা করতে গিয়ে এই শিশুরা বোমের আঘাতে আহত হয়।স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে শিশুদের উদ্ধার করে ফরাক্কা বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এইভাবে আম বাগানের মধ্যে বোমা পড়ে থাকায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়।ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে পৌছায় ফারাক্কা থানার পুলিশ।পঞ্চায়েত ভোটের মুখে এই ভাবে কারা বোমা গুলি ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল তা পুলিশ তদন্ত শুরু করে দেখছে ।