অবতক খবর,১৯ জুনঃ অল্প বৃষ্টিতেই জল জমে যায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত রামগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের বহরতলা গ্রামে।

এদিন বহরতলা গ্রামের মানুষ ফেঁপে ফুলে উঠে পঞ্চায়েত প্রধান ও সভাপতির উপরে তারা এইদিন জানান 5 বছর ধরে আমাদের গ্রামে কোন উন্নয়ন হয়নি যদি এই জল নিকাশের ব্যবস্থা না করা হয় সামনে পঞ্চায়েত নির্বাচনের আমরা ভোট বয়কট করব এমনই হুঁশিয়ারি দিলেন বহরতলা গ্রামের মানুষ এদিন দেখা গেল জল মগ্ন রাস্তা এমনকি ফুটবল ময়দানে পুরা জল লেগে আছে পঞ্চায়েতে জানার কথা বললে তারা বলেন এই গ্রামের উপপ্রধান ও এক নং গ্রাম পঞ্চায়েতের সভাপতি আছে তারা কি এই রাস্তা দিয়ে যায় না সব সময় তারা দেখে তা সত্ত্বেও আমাদের এই জল নিকাশের ব্যবস্থা করেনা যদি আমাদের ব্যবস্থা না করে তাহলে আমরা ভোট দিতে যাব না।