অবতক খবর,২৩ সেপ্টেম্বর: বর্ধমানের কাঞ্চন নগর উদয় পল্লী শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে পূর্ব বর্ধমান জেলার মহিলা থানার উদ্যোগে বর্ধমান সহযোদ্ধার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো বুধবার বিকেলে স্বয়ংসিদ্ধা কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায়,বেলকাস গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন,উপপ্রধান মানিক নন্দী, উদয় পল্লী শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল ঘোষাল, বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, সহ-সভাপতি মেহবুব হোসেন এবং ফাল্গুনী দাস রজক সহ বিদ্যালয়ের ছাত্রী এবং তাদের অভিভাবকেরা।

এদিন মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তার এই সচেতনতামূলক কর্মসূচিতে ছাত্রীদের এবং অভিভাবকদের উদ্দেশ্যে তার বক্তব্য সাইবার ক্রাইম, কম বয়সে বিয়ে, মানব পাচার সম্পর্কে বিস্তারিতভাবে বুঝিয়ে দেন। সেই সঙ্গে সঙ্গে তারা কিভাবে নিজেদেরকে রক্ষা করবে কি করবে তারও তিনি পরামর্শ দেন। বনানি দেবী এদিন তার বক্তব্যে মোবাইল ব্যবহার সম্পর্কে এক সচেতনতা বার্তা দেন। এদিনের এই কর্মসূচিতে মহিলা থানার পক্ষ থেকে মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায় ছাত্রী এবং তাদের মায়ের দের উদ্দেশ্যে প্রশ্নোত্তর পর্ব রাখেন এবং বর্ধমান সহযোদ্ধার ব্যবস্থাপনায় এই প্রশ্নোত্তর পর্বে তাদের হাতে পুরস্কার তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বর্ধমান সহযোদ্ধার সহ-সভাপতি ফাল্গুনী দাস রজক।