মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘বাংলার বাড়ি’ অনুমোদন দেওয়া শুরু করল বর্ধমান পৌরসভা

অবতক খবর,২৩ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘বাংলার বাড়ি’ অনুমোদন দেওয়া শুরু করল বর্ধমান পৌরসভা। আর এই বাড়ি তৈরী করতে গিয়ে কোন নেতাকে এক টাকাও দেবেন না। কেউ টাকা চাইলে তার নামে বর্ধমান পৌরসভাত অভিযোগ করুন, বলে উপভোক্তাদের সর্তক করে দেন পৌর উপ-প্রশাসক আইনুল হক।

তিনি আরো বলেন, পৌরসভায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ৪০০টি বাড়ির অনুমোদন জমা পড়েছিল। তার মধ্যে মহকুমা শাসকের তত্ত্বাবধানে পৌরসভা চলার সময় ৬২টি অনুমোদন দেওয়া হয়েছিলো। বাকি থাকা বাড়ির গুলির অনুমোদন এই মাসের মধ্যেই দিয়ে দেবে পৌর প্রশাসক মন্ডলি। এছাড়া প্রশাসক মন্ডলি পক্ষ থেকে নতুন করে ২১০০ টি ‘বাংলার বাড়ি’ প্রকল্পের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।