অবতক খবর , পিন্টু প্যাটেল , পূর্ব বর্ধমান:-   পূর্ব বর্ধমান জেলার দেওয়ান দিঘি কালিগ্ৰাম দাসপুর এলাকায় বামদেব ভট্টাচার্য নামে এলাকার এক বাসিন্দা।, তিনি এলাকার একটি পুকুর থেকে জাল ফেলে মাছ ধরতে গিয়ে জালে উঠে আসে এক অদ্ভুত ধরনের হলুদ রঙের সপ্ট সেল কচ্ছপ।

এই কচ্ছপ সাধারন কোথাও দেখা যায় না।এদিন সোমবার বর্ধমানের এক এনিম‍্যেল ওয়েলফেয়ার সোসাইটির তাদের কাছে খবর দেওয়া হলে, তারা গিয়ে উদ্ধার করে ওই কচ্ছপটি ।

এদিন এনিম‍্যেল ওয়েলফেয়ার সোসাইটির কাছ থেকে যেটা যানা যায় এই কচ্ছপটি জালে বেঁধে এসেছে বলে তার গায়ে অনেক ক্ষত চিহ্ন রয়েছে ।এই কচ্ছপটিকে তারা চিকিৎসা করে বনদপ্তরের হাতে তুলে দেবেন বলে তারা জানান।