অবতক খবর,২৮ নভেম্বর: ফের একবার ভালুকের আতঙ্ক ডুয়ার্সের চা বাগানে। এবার ডুয়ার্সের সোনগাছি চা বাগান ও ধূপঝোড়া এলাকায় নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রায় প্রতিদিন বিভিন্ন চা বাগানে ভালুককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াচ্ছে। বন্যপ্রাণ বিভাগ জানিয়েছেন, অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। মাল শহরের পরিবেশ প্রেমী সংগঠন মাউন্টেন ট্রেকাস ফাউন্ডেশনের স্বরূপ মিত্র বলেন,’ রবিবার সকালে সাইকেল চালাতে গিয়ে সোনগাছি চা বাগানের একটি এলাকায় কিছু জন্তুর পায়ের ছাপ দেখি। প্রাথমিকভাবে মনে হয়েছে এটা ভালুকের পায়ের ছাপ। বন্যপ্রাণ বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতাধীন মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের ওয়ার্ডেন দীপেন সুব্বা সোনগাছি চা বাগানে যান। বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। দীপেনবাবু বলেন, ‘বাসিন্দা সহ সকলের সাথে কথা হয়েছে। গাছে নখের দাগ কিংবা মাটিতে পায়ের ছাপ দেখেও ভালুকের উপস্থিতি সুনিশ্চিত নিদর্শন পাওয়া যায়নি। আতঙ্কিত হবার মতো কোনও কিছুই নেই।‘