অবতক খবর,১৭ জুনঃ ফার্টিলাইজার কোম্পানীর আড়ালে মানিলন্ডারিং মামলায় সিবিআই হানা দিল সল্টলেক সহ আরো বেশ কয়েক জায়গায়। একসাথে হানা চালাচ্ছে সিবিআই-এর প্রতিনিধি দল।

সূত্রের খবর, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গাহালোত এর ভাই অগ্রসেন গাহালোত ফার্টিলাইজার সরবরাহের নামে মানি লন্ডারিং করতেন। সেই মামলায় নাম জড়ায় কলকাতার ব্যবসায়ী প্রদীপ সরাফ এর। কোম্পানি সরাফ ইম্প্যাক্স প্রাইভেট লিমিটেড 2007 থেকে 2014 পর্যন্ত এই মানিলন্ডারিংয়ের ঘটনা ঘটানো হয়েছিল। এর আগে এই মামলার তদন্তের দায়িত্ব ভার নিয়েছিল এনফর্সমেন্ট ডিরেক্টরেট। তাই 2021 সালের মে মাসে তদন্ত করেছিল তারা লার্জার কন্সপিরেসি দেখে এই মামলার দায়িত্ব দেয়া হয় সিবিআইকে।

তারপরে সিবিআই-এর পক্ষ থেকে আজ কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় এই সার্চ অপারেশন চালানো হচ্ছে। তারমধ্যে সল্টলেক জিসি ব্লকের প্রদীপ সরাফ এর বাড়ি অন্যতম।