অবতক খবর , মুর্শিদাবাদ :-   ফরাক্কা এনটিপিসি পাওয়ার প্লান্টে ভিতরে মৃত্যু এক ব্যক্তির, ব্যাক্তির নাম নয়ন কুমার সাহা ,বয়স ৩৫, সূত্রের খবর আজকে বিকালে নয়ন কুমার সাহা পেশায় এক কোম্পানির ডাম্পার চালকI আজকে বিকেল ৪টার সময় গাড়ির কোনো এক সমস্যার জন্য জেসিপি দিয়ে কাজ করছিলো, সেই সময় জেসিপির সামনের বাকেট ছিটকিয়ে এসে নয়ন কুমার সাহার মাথায় লাগে ,

তারপর সাথে সাথে ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ এর উদ্যোগে ফিল্ডহোস্টেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয়, দেহ উদ্ধার করে জঙ্গিপুর হসপিটালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য I