অবতক খবর,২৬ মার্চ: লকডাউনকে বজায় রাখতে গিয়ে পুলিশ অত্যন্ত বাড়াবাড়ি করছে। বীজপুরের অনেক জায়গায় পুলিশের এই অত্যাচার গুন্ডাগিরিতে গিয়ে পৌঁছেছে।

বীজপুরের মানুষ লকডাউন সমর্থন করছেন। নিয়ম মেনে কাজ করার চেষ্টা করছেন। দোকানদাররাও অনেক সতর্ক হয়েছেন। সামনে তারা এক মিটার অন্তর অন্তর খড়ির গণ্ডি কেটে দিয়েছেন। এক মিটার দূর থেকে জিনিসপত্র দিচ্ছেন।

অন্যদিকে পুলিশ যে বাড়াবাড়ি করছে তার ছবিও ভাইরাল হয়ে পড়েছে। বিশেষ করে বীজপুর অঞ্চলে ইতিমধ্যেই একটি ছবি ভাইরাল হয়ে পড়েছে। এই ছবি পুলিশি অত্যাচারের ছবি। দেখা যাচ্ছে যে, প্রিন্টেড পোশাক পরা যে সমস্ত পুলিশ তারা জনগণের উপরে নির্যাতন, করছে লাঠিচার্জ করছে। এমনও উঠে এসেছে, পুলিশ মানুষকে তাড়া করতে করতে বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে এবং লাঠিচার্জ করছে। উত্তেজিত হয়ে বাড়ির দরজায় লাথি পর্যন্ত মারছে।

যদি এই অবস্থা চলতে থাকে তাহলে অন্যরকম প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এ ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।