অবতক খবর, সংবাদদাতা :: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ নিয়ে দেশের প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী। দেশের প্রধাণমন্ত্রী করোনাকালে লকডাউন, ভ্যাকসিন, স্বাস্থ্যপরিকাঠামো নিয়ে প্রধানমন্ত্রী তাঁর ব্যার্থতা ঢাকতে স্বাস্থ্য মন্ত্রীকে পদত্যাগ করিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। একই সাথে কেন্দ্রের মন্ত্রীসভায় রদবদল নিয়ে বিজেপির কঠোর সমালোচনা করেছেন অধীরবাবু। রাজ্যের চার সাংসদকে মন্ত্রী করে সেইসব এলাকায় পরবর্তী লোকসভায় জয় নিশ্চিত করতে মন্ত্রিত্ব বন্টন বলে দাবী করেন তিনি।

রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের পরিদর্শন নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী। ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের বিচারপতি, কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগ হস্তক্ষেপ করায় তারা তদন্তে আসছেন বলে উল্লেখ করে তিনি বলেন পশ্চিমবঙ্গের জন্য ভালো হচ্ছেনা বলে মন্তব্য করেন অধীর বাবু। পশ্চিমবঙ্গে মানবাধিকার ভূলুণ্ঠিত হলে রাজ্যের ভাবমূর্তি খারাপ হবে। আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে রাজ্য সরকারকে সতর্ক ও তৎপর হবার আবেদন জানান তিনি।