অবতক খবর , সংবাদদাতা :: প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলায় ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার আতপুর বাজারে। অভিযোগ, এদিন বেলায় কাপড় ব্যবসায়ী যুবক মনোজ ধরের অতর্কিতে ব্লেড দিয়ে হামলা চালায় জয়প্রকাশ শা-নামে এক যুবক।

এলোপাথাড়ি মনোজের মুখে, বুকে, হাতে ও পিঠে আঘাত করে জয়প্রকাশ। আশে-পাশের দোকানদাররা এসে মনোজকে বাঁচায়। খবর পেয়ে পুলিশ এসে উন্মত্ত যুবককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পুলিশের দাবি, অভিযুক্ত যুবক সাইকো রোগী। প্রসঙ্গত, এক সপ্তাহ আগে জয়প্রকাশের বাবা জগলাল সাউ, মনোজ ধর, সুশান্ত পাল, তরুণ দাসেরা নদীয়ার বেথুয়াডহরীতে পিকনিকে গিয়েছিলেন।

সেদিন জয়প্রকাশ ফোনে মনোজ ধর, সুশান্ত পাল, তরুণদের বিরক্ত করে। ওইদিন রাতেই জয়প্রকাশ সকলের বাড়িতে গিয়ে হুমকি দেয়। ফের বুধবার রাতে সুশান্ত, তরুণদের বাড়িতে গিয়ে হুমকি দেয়। এদিন বেলায় মনোজ জয়প্রকাশকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, কেন এমন অশান্তি পাকাচ্ছিস। তখনই ব্লেড নিয়ে মনোজের ওপর হামলা চালায়। যদিও অভিযুক্ত যুবকের মায়ের দাবি, ছেলে মানসিকবিকার গ্রস্ত। ওর চিকিৎসা চলছে। এদিন হাসপাতালে ফের মনোজের ওপর চড়াও হয় অভিযুক্ত জয়প্রকাশ। তখন মনোজের বন্ধুরা এসে ঠেকায় এবং জয়প্রকাশকে ফেলে পেটায়। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।