অবতক খবর: ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। এমন দিনে মঙ্গলবার সকালে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী আদিত্য আগরওয়াল এবং মনীশ গোয়েঙ্কা লাল হলুদ ভক্তদের উদ্দেশ্যে বার্তা ছুঁড়ে দিয়ে বলেন, “১ আগাস্ট আমাদের কাছে এক আবেগ কারণ ১০৪ বছর আগে আজকের দিনে ইস্টবেঙ্গল ক্লাবের গোড়াপত্তন হয়েছিল।

এই দিনটি অদম্য ইচ্ছা, এক গৌরবময়য় ইতিহাস এবং লাল-হলুদ প্রীতিকে উদযাপন করার দিন। আমরা বিশ্বাস করি যে , এই প্রত্যয় ও সাহস লাল-হলুদ ইতিহাসে আরও অনেক স্মরণীয় অধ্যায় রচনা করতে সাহস করবে। জয় ইস্টবেঙ্গল!”

ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল টুর্নামেন্টে এখনও লাল হলুদ ব্রিগেড আশানুরূপ ফল পায়নি। ২০২২-২৩ সেশনে নবম স্থানে শেষ করেছে অভিযান। টানা ৮ ডার্বি ম্যাচ হারের জ্বালা নিয়ে ঘুরছে ইস্টবেঙ্গল সমর্থকরা। গত লিগ সেশনে ২০ ম্যাচের মধ্যে মাত্র ৬ ম্যাচ জিতেছে ,১৩ ম্যাচে পরাজয়ের মুখ দেখা ইস্টবেঙ্গল এফসি কার্লোস কুয়াদ্রাতের কোচিং নয়া মরশুমে কতটা ঘুরে দাঁড়ায় তা নিয়ে কৌতূহল রয়েই যাচ্ছে।