অবতক খবর,৯ অক্টোবর,বালুরঘাট: দর্শনার্থীদের নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে মন্ডপে মন্ডপে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করার জন্য বিশেষ সহায়তা প্রদান কর্মসূচি গ্রহণ করল দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ। কোন রাস্তা দিয়ে গেলে কিভাবে সহজেই পৌঁছে যাওয়া যাবে পুজো মন্ডপে, সেজন্য দর্শনার্থীদের উদ্দেশ্যে গাইড ম্যাপ করার পাশাপাশি শিশুদের পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ডের ব্যাবস্থা করা এবং সুসজ্জিত ট্রাফিক পুলিশ ও জোরদার নিরাপত্তা ব্যাবস্থা ও পুজো মন্ডপ সহ রাজপথের বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো সহ একাধিক উদ্যোগ নিয়েছে দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। শনিবার বালুরঘাট শহরের জেলার পুলিশ লাইনে জেলার গংগারামপুর ও বালুরঘাট দুই মহুকুমার দূর্গাপুজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন দক্ষিন দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে। এছাড়াও এই অনুষ্ঠানে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগন ও উপস্থিত ছিলেন।

দক্ষিন দিনাজপুর জেলা সদর বালুরঘাট শহরে ছোট বড় সবমিলিয়ে প্রায় তিনশোটির বেশি দূর্গাপুজা হয়ে থাকে। এরমধ্যে বিগ বাজেটের পুজো প্রায় ২০টি, যেসব পুজো মন্ডপে লক্ষ লক্ষ দর্শনার্থী পুজো দেখতে আসেন। শহরের হিলি মোড় থেকে বালুরঘাট থানা মোড় হয়ে রঘুনাথপুরের ট্যাংক মোড় পর্যন্ত বড় বড় পুজো মন্ডপগুলি ছড়িয়ে রয়েছে। কোন পথ দিয়ে কোন পুজো মন্ডপে নির্বিঘ্নে ও সহজে পৌঁছতে পারবেন দর্শনার্থীরা সেজন্য দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারেও উদ্বোধন করা হল পুজো গাইড ম্যাপ।