অবতক খবর,৯ অক্টোবর,জলপাইগুড়ি: পুজোর আগে গরীব মানুষদের পাশে দাঁড়িয়ে পুজোর উপহার তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবিম্ব। এদিন করোনা স্বাস্থ‍্য বিধি মেনে জলপাইগুড়ি শহর সংলগ্ন দোহমনী এলাকার পুরাতন ও নতুন বাজারের হাজরাপাড়ায় ৩৩টি ঢাকী পরিবারের সদস্যদের মিষ্টি মুখের মধ্য দিয়ে পুজোর উপহার হিসেবে শাড়ি ও জামা কাপড় তুলে দেওয়া হয়। পুরুষ,মহিলা এবং শিশুদের ১৪২ জনের হাতে পোশাক তুলে দেওয়া হয়েছে বলে জানালেন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে ঐশ্বর্য মুখার্জি‌। উপস্থিত ছিলেন অর্ণব ভট্টাচার্য, তনয় তালুকদার, শুভস্মিতা গুপ্তা সংগঠনের সহ অন্যান্যরা। ঐশ্বর্য মুখার্জি বলেন, আমরা আজকে প্রতিবিম্বের তরফে নতুন বাজার এলাকাতে ১৪২ জনকে নতুন পোশাক দেওয়া হল।