অবতক খবর,নৈহাটি,১৬ মে: দু’মাস হতে চলল দেশের লকডাউন। একদিকে মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ,অন্যদিকে অনাহারে দিন কাটানো বহু দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষ। ঠিক এভাবেই করোনা ভাইরাস ক্রমেই গ্রাস করছে মানব সভ্যতাকে। এইরকমই এক পরিস্থিতিতে, ব্যক্তিগত উদ্যোগে মানবিকভাবে মানুষের পাশে দাঁড়ালেন নৈহাটির সমাজসেবী সুব্রত চক্রবর্ত্তী। গতকাল মক্কেশ্বর ঘাট রোডে তারা নিজেরা খাবার রান্না করেন ও সেই রান্না করা খাবার তুলে দেন অভুক্ত মানুষদের হাতে। এই মুহূর্তে মানুষের হয়ে তাদের পাশে দাঁড়াতে তিনি ও তার সহযোগীরা বদ্ধপরিকর বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত সুব্রত বাবু বলেন,এই বিশাল উদ্দেশ্য শুধু তার একার নয়। তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এলাকার সহনাগরিক নান্টু কুন্ডু,সঞ্জয় চক্রবর্তী, দেবু মুখার্জী,গণেশ সাহা,বুড়ো ও রাজু সহ অন্যান্যরা। তবে তারা খুব দ্রুত কমিউনিটি কিচেন শুরু করার পরিকল্পনা করছেন বলে জানান সুব্রত বাবু এবং তার সহযোগীরা। এদিন প্রায় ২০০ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। তাদের এই উদ্যোগকে এলাকার অন্যান্য ব্যক্তিবর্গরা এই কাজের জন্য তাদের সাধুবাদ জানিয়েছেন।