অবতক খবর,২৬ সেপ্টেম্বরঃ প্রকাশ্যে সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ উঠলো টোটোচালকের বিরুদ্ধে ঘটনাস্থল উত্তর 24 পরগনার সোদপুর l জানা গিয়েছে সোদপুর ট্রাফিক গার্ডের এক সিভিক পুলিশ ও ট্রাফিক পুলিশ সোদপুর ব্রিজের সামনে সোদপুর মধ্যমগ্রাম রোডে ডিউটি করছিলেনl ঠিক সেই সময় রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ করতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিলো l

পুলিস সূত্রে খবর টোটোচালকরা ওই ব্রিজের মুখথেকে u টার্ন নিচ্ছিলো সেই সময় সিভিক ভলেন্টিয়ার বাধা দেয় l টোটোচালকের সাথে পুলিশের বাবানুবাদ শুরু হয় l প্রায় ৫০/ ৬০ জন টোটো চালক জড়ো হয়ে যায় সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে হাতে আঘাত লাগে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আসলে তাকে ধাক্কাধাক্কি করা হয়,খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ আসে l

পুলিশ দুজন টোটোচালককে গ্রেপ্তার করেছে l পাল্টা টোটোচালকদেড় অভিযোগ পুলিশ টোটোচালকদের সঙ্গে বাজেবাবহার করে টোটোচালকদের মারধর করে।

যদিও এই ঘটনা নিন্দনীয় বলে জানিয়েছেন বিধায়ক নির্মল ঘোষ l আক্রান্ত সিভিক ভলেন্টিরের নাম সঞ্জীব ওরাও, তাকে খড়দহ বলরাম স্টেট্ জেনারেল হসপিটালে চিকিৎসা করানো হয়l