অবতক খবর,২৬ সেপ্টেম্বরঃ রুটস আক্ষরিক অর্থে শিকর। আর সেই সাত মাসের রুটস শিক্ষার আলোকে সামনে রেখে সমাজ গড়ার কারিগর তৈরীর পথে এগিয়ে সম্পূর্ণ বিনা পয়সায় চলা স্কুলের বর্তমান ৭০জন খুদে পড়ুয়াদের মহালয়ার পূন্যদিনের তিথিতে রুটসএর কর্ণধার প্রসেনজিৎ দত্তের উদ্যোগে ইছাপুরের মিনারলজে তাদের অনবদ্য বিভিন্ন শিক্ষার প্রয়াসের দিকে এগিয়ে চলার পদক্ষেপে প্রথম বর্ষের দুর্গাপূজা উপলক্ষে নতুন উপহার হিসাবে পোষাক তুলে দেওয়া হল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃসন্দীপন বিশ্বাস সহ বিভিন্ন এনজিও সংস্থা। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে রুটস এর কর্ণধার প্রসেনজিৎ দত্ত জানান, আগামী দিনেও এই ধরনের সমাজসেবামূলক কাজ সহ আগামী দিনে আরেকটি স্কুল সহ নাচের স্কুল গড়ার লক্ষ্যে মন দেবেন।