অবতক খবর : প্রকাশিত হল ব্যারাকপুর মহকুমা অঞ্চলের বিজেপির মন্ডল সভাপতিদের নাম। কারা হলেন মন্ডল সভাপতি দেখে নিন একনজরে। ১.আমডাঙা১-চন্দন মুখার্জী। ২.আমডাঙা২-দীপক বিশ্বাস।৩.আমডাঙা৩-উৎপল দত্ত।৪.আমডাঙা৪-জয়দেব পাল।৫.কাঁচরাপাড়া১-তাপস ঘোষ।৬.কাঁচরাপাড়া২-সুশান্ত বালা।৭.হালিশহর-বিশ্বনাথ ধর।৮.হাজিনগর-রামশঙ্কর যাদব।৯.নৈহাটি১-রামকৃষ্ণ দে।১০.নৈহাটি২-সুব্রত দাস।১১.নৈহাটি গ্ৰামীণ-সুব্রত সাহা।১২.জগদ্দল১-অখিলেশ সিং।১৩.জগদ্দল২-প্রণব মন্ডল।১৪.জগদ্দল গ্ৰামীণ১-নারায়ণ বিশ্বাস।১৫.জগদ্দল গ্ৰামীণ২-রঞ্জিত দত্ত।১৬.ভাটপাড়া১-সন্তোষ পান্ডা।১৭.ভাটপাড়া২-বিশ্বজিৎ মিশ্র। ১৮.ভাটপাড়া৩-মহেশ সাউ।১৯.গারুলিয়া-প্রভাত চৌধুরী।২০.উত্তর ব্যারাকপুর১-গোপীনাথ ঘোষ। ২১.উত্তর ব্যারাকপুর ২-সুপ্রিয় দে।২২.নোয়াপাড়া টাউন-নরেন্দ্রনাথ ভগত। ২৩.নোয়াপাড়া গ্ৰামীণ-অলোক জানা। ২৪.পূর্ব ব্যারাকপুর-জয়ন্তী পাল।২৫.পশ্চিম ব্যারাকপুর-স্বপন দাস।২৬.টিটাগড়১-গদাধর সাউ।টিটাগড়২-রমেশ রাও। এই মন্ডল সভাপতিদের নাম প্রকাশিত হওয়ার পরই শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব,বিশেষ করে বীজপুর এবং ভাটপাড়া অঞ্চলে। দেখা যাচ্ছে সম্প্রতি দল পরিবর্তন করে বিজেপিতে যোগদানকারীদের সংখ্যাই বেশি। এ প্রসঙ্গে বিজেপির পুরনো কর্মীরা জানাচ্ছেন,সম্পূর্ণই টাকার খেলা হয়েছে। সেই কারণেই সদ্য আগতরাই বেশি জায়গা পেয়েছে।