অবতক খবর,৩ এপ্রিলঃ মার্চ ২০২৩ কাঁচরাপাড়া নয়া পৌর বোর্ডের বছর পূর্তি হল কিন্তু সেই কবেকার প্রতিশ্রুতি টাউন হল হবে কি হবে না তা অনিশ্চয়তার মধ্যে ঝুলে রইল।

কংগ্রেস গেল, সিপিএম গেল, তৃণমূল গেল, স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেল কাঁচরাপাড়ার নাগরিক জীবনে একটি সংস্কৃতি কেন্দ্র, কমিউনিটি হল বা সমাজ ভবন আজও গড়ে তুলতে পারল না পৌরো কর্তৃপক্ষ। কলেজ সংলগ্ন অঞ্চলে তিন তিনবার সব পেল্লায় পৌরমন্ত্রীরা অশোক ভট্টাচার্য ফিরহাদ হাকিম এলেন কত সে কাণ্ড! ভিত্তিপ্রস্তর স্থাপনে কত হাজার-লক্ষ টাকা ব্যয় হয়ে গেল কিন্তু টাউন হল গড়ে উঠলো না।

জোনপুর অঞ্চলে গড়ে তোলা বাস টার্মিনাস সেই কবে হয়ে পড়ে রয়েছে! তাও দুবার উদ্বোধন হয়ে গেছে। সেই বাস টার্মিনাস এখন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে চলেছে। কাঁচরাপাড়ার রাজনৈতিক দলরা এ বিষয়ে নীরব। বোধ হয় এই জনপদে সংস্কৃতি সম্পন্ন মানুষেরা বাস করেন না। এদিকে ব্যাপক প্রচার এই পৌরসভা আলস্য বলে কিছু নেই, সর্বদাই কর্মচঞ্চল।