অবতক খবর,১০ মেঃ দক্ষিণ রেলওয়ে চেন্নাই পেরাম্বুর রেল কারখানায় দুজন কর্মীকে মারধর করার প্রতিবাদে বিক্ষোভ কাঁচরাপাড়ায়৷ বুধবার দুপুরে কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপের লোকো গেটের সামনে বিক্ষোভ দেখাল রেল শ্রমিক সংগঠন পিআরকেএস৷ এদিন বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন, পূ্র্বী রেলওয়ে কর্মচারী সংঘের সভাপতি লালন শর্মা, সাধারণ সম্পাদক তাপস ঘোষ,সম্পাদক হেমন্ত গুইন সহ সংগঠনের কার্যকর্তারা৷ জানা গেছে, চেন্নাই পেরাম্বুর রেলওয়ে ওয়ার্কশপে বায়েমেট্রিক বসানোকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত৷

কর্তৃপক্ষ কারখানা চত্বরে বায়োমেট্রিক বসাতে চাইলে রেলের নির্বাচিত শ্রমিক সংগঠন সাউথ রেলওয়ে মেন্স ইউনিয়ানের(এস.আর.এম.ইউ)কর্মীরা বাঁধা দেয় বলে অভিযোগ৷ এই ঘটনার প্রতিবাদ করলে (ডি.আর.এস.কে) দক্ষিণ রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগঠনের কার্যকর্তাদের সঙ্গে তাঁদের বাদানুবাদ শুরু হয় হাতাহাতিতে জড়িয়ে পড়ে৷ অভিযোগ তীব্র বাদানুবাদ চলাকালিন লোহার রড দিয়ে ডিআরকেএস এর দুজন কার্যকর্তার ওপর হামলা চালায় ওপর শ্রমিক সংগঠনের কর্মীরা৷ আচমকা এই হামলায় গুরুতর আহত হন ডিআরকেএসের জোনাল সহ-সভাপতি কুমার রাজন এবং স্থানীয় শাখার সভাপতি সেন্ডিভিল৷ আহত দুজনই আশঙ্কাজনক অবস্থায় পেরাম্বুর রেলওয়ে হাসপাতালে চিকিতসাধিন৷

এই ঘটনার প্রতিবাদে পূর্বী রেলওয়ে কর্মচারী সংঘের তরফে কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পিআরকেএস৷ বিক্ষোভ শেষে তাঁরা কারখানার চিফ ওয়ার্কস ম্যানেজার(সিডব্লুএম) এর কাছে ডেপুটেশন জমা দেয়৷