রবিপক্ষঃ ১
তমাল সাহা

১) কবির প্রশ্ন

তোরা কী চিরকাল রইবি অনাথ?
আর কতকাল ভাঙাবি
আমার নাম
রবীন্দ্রনাথ! রবীন্দ্রনাথ!

২) কবিকে প্রশ্ন

জন্মভূমি রাষ্ট্রের হাতে বন্দিনী
কোথায় তোমার নন্দিনী?
রক্তকরবী! রক্তকরবী!
কোথায় বাজে রক্তে ভৈরবী?

৩) হাত

যে দিকে বাড়াই হাত
রবীন্দ্রনাথ

৪) কুশল সংবাদ

সূর্য ডেকে বলে আজ,
সুপ্রভাত!
কেমন আছো রবীন্দ্রনাথ?

রবীন্দ্রনাথ বলে,
তোমার নামও রবি
আমার ডাক নামও রবি।
মানুষকে ভালোবাসা
আমাদের দুজনারই হবি!

৫) কী যে বলে

কে যে কী বলে
আমরা আবার কবে অনাথ?
আমাদের কাছেই তো রবীন্দ্রনাথ!

৬) নির্ভরতা
তমাল সাহা

সব সময় সব কিছুতেই যদি
রবীন্দ্রনাথের উপর করি নির্ভর
তবে কবে আমরা হবো স্বয়ম্ভর
নিজেরাই গড়তে পারবো নিজেদের ঘর?

নিজেদের বুকে হাত রেখে তোমরাই বলো
একজনের ওপর এত নির্ভরতা কী ভালো?

এতে তো তারও বেড়ে যায় রক্তচাপ
তোমরা এসব ভাবোনা কিছুই
নেই কোনো তাপ উত্তাপ!