অবতক খবর,২২ মার্চ,মালদা- তীব্র গরমে চরম পানীয় জল সংকটে জর্জরিত খোদ মালদা শহরের স্কুলে। মিড- ডে মিলের রান্নার জল বালতি ভরে বাইরে থেকে নিয়ে আসছেন রাধুনীরা। পাইপে করে জল সংগ্রহ করছে পড়ূয়ারা। ক্লাস বাদ দিয়ে জল সংগ্রহ করতে হাত বাড়িয়ে দিয়েছে একাধিক পড়ূয়া। পানীয় জল নেই, তাই বাড়ি থেকে বোতলে করে জল নিয়ে আসছে পড়ুয়ারা।

তবে জল শেষ হতেই বাধ্য হয়ে আয়রন যুক্ত টিউবওয়েলের জল পান করছে। বিশ্ব জল দিবসে এমনি চিত্র ধড়া পড়ল মালদা শহরের মাধবনগর বাদলমণি হাই স্কুলে।

দীর্ঘ দিন ধরে স্কুলের পরিশ্রুত পানীয় জলাধার অকেজো হয়ে পড়েছে। এতদিন জলাধার টির মেরামতির কোন উদ্যোগ নেয়নি স্কুল কর্তৃপক্ষ। এখন স্কুলে পঠন পাঠান স্বাভাবিক হয়েছে। পানীয় জল না থাকায় সমস্যায় পড়ুয়ারা।