অবতক খবর,৪ অক্টোবর: করোনার কারনে গত দু বছরে পঠনপাঠন বন্ধ হয়ে পড়ে। সরকারের উদ্যোগে বর্তমান সময়ে করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। পুজোর পরেই যাতে কলেজগুলি খোলা যায় তার জন্য তৎপর হয়ে উঠেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বিভিন্ন ধাপে ভ্যাক্সিন প্রদানের পর এবার কলেজ পড়ুয়াদের ভ্যাক্সিনেশন করার কাজ শুরু হলো। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত কলেজে এক যোগে ভ্যাক্সিনেশন প্রদান শুরু করা হয়। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কলেজ পড়ুয়া থেকে অভিভাবকেরা। ভ্যাক্সিন নেওয়ার জন্য সকাল থেকে জেলার কলেজে কলেজে পড়ুয়াদের উপচে পড়া ভীড়। পড়ুয়াদের সুষ্ঠ সন্দরভাবে পরিচালনা করা যায় তাই প্রতিটি কলেজে ৮/১০ টি কাউন্টার খোলা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ১৭ টি কলেজে ১৫৪৭৭ জনের লক্ষ্যমাত্রা নিয়ে জেলায় শুরু হয়েছে ভ্যাক্সিনেশন কর্মসূচি।