অবতক খবর , রণজিৎ , উত্তর দিনাজপুর :- গোয়ালপোখর ১ ব্লকের পাঞ্জিপাড়ার ইব্রাহিমপুরে বন্ধন শিক্ষা কেন্দ্রের উদ্ধোধন করা হয়। এই শিক্ষা কেন্দ্রের উদ্বোধনে খুশির হাওয়া অভিভাবকদের মধ্যে।

বন্ধন ব্যাঙ্কের এরিয়া ম্যানেজার মেহেবুব আলম জানান ব্যাঙ্কের কাজের পাশাপাশি মানবিক দিকেও নজর দিতে চলেছে এই সংস্থার পক্ষ থেকে।

তিনি জানান যে এই বন্ধন শিক্ষা কেন্দ্রে ৩০ জন শিশুকে নিয়ে পড়াশোনা শুরু হবে। করোনা সংকটের কথা মাথায় রেখে এই বছর ১৫ জন ১৫ জন করে দুটো ধাপে পড়াশোনা করানো হবে। আর সমস্ত পড়াশোনার খরচ বহন করবে বন্ধন ব্যাঙ্ক।

পাঞ্জিপাড়া অঞ্চল সভাপতি মেহেদী হাসান বলেন ছোট ছোট শিশুদের জন্য বন্ধন ব্যাঙ্ক দায়িত্ব নেওয়ায় খুব খুশি। আমরা আশা করছি আগামীতে এই শিক্ষা কেন্দ্র থেকে ছেলে মেয়েরা বুনিয়াদী শিক্ষা লাভ করে ভবিষ্যতে বড়ো জায়গায় শিক্ষা নিতে পারবে। এর জন্য আমরা বন্ধন ব্যাঙ্ককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।