অবতক খবর,১৭ এপ্রিল: আগামী সোমবার অর্থাৎ ১৮ই এপ্রিল সকাল ৮টা থেকে ১৯ এপ্রিল,মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গোটা হালিশহরে বন্ধ থাকবে জল সরবরাহ। পৌরসভা মারফত জানা গেছে, হালিশহর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড,ভাতৃ সংঘ এলাকায় কেএমডিএ-র জরুরি মেরামতির জন্য ২৪ ঘন্টা বন্ধ থাকবে জল সরবরাহ। গত শনিবার থেকেই পৌরসভার তরফে মাইকিং করে এ বিষয়ে অবগত করা হচ্ছে জনসাধারণকে।

এ প্রসঙ্গে হালিশহর পৌরসভার জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর প্রণব লোহ জানান, সমস্ত পাম্প চালু থাকবে। তবে কতটা পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে জানা নেই।তবে যেখানে পানীয় জলের সমস্যা হবে সেখানে প্রয়োজনে জলের ট্যাঙ্ক পাঠানোর চেষ্টা করা হবে পৌরসভার পক্ষ থেকে।

 

হালিশহরের যেসমস্ত কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে,সেইসব কেন্দ্রে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হবে। এ প্রসঙ্গে প্রণববাবু জনসাধারণকে পানীয় জল সংগ্রহ করে রাখার পরামর্শ দিয়েছেন।