অবতক খবর,৫ জুন: আজ কাঁচরাপাড়া মান্ধারী হাই স্কুলে কেন্দ্রীয় হিন্দী সচিব পরিষদ ও মুক্তাঙ্কুরের যৌথ আয়োজনে পর্যাবরণ দিবস পালিত হয়। এই পর্যাবরণ দিবসের সঙ্গে যেমন মানুষ এবং প্রকৃতির সম্পর্ক রয়েছে,সেই বিষয়টিকে কেন্দ্র করে পরিবেশ দূষণ, বিশেষ করে জল দূষণ বেড়েই চলেছে সেই ব্যাপারে সতর্ক করার জন্য আলোচনা সভা চলে। যেহেতু প্রকৃতি বিষয়ক এই দূষণ, প্রকৃতির সঙ্গে সাহিত্য-সংস্কৃতি জড়িত ফলত এই অনুষ্ঠানটি চেতনাময় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। এই অনুষ্ঠানে আলোচনা সাহিত্য সঙ্গীত কবিতাপাঠ এবং আবৃত্তি একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।

জল ও অন্যান্য দূষণ বিষয়ে বক্তব্য রাখেন গঙ্গাপ্রসাদ,রঞ্জিত প্রসাদ,মুকুল সিং।
এদিন রাজভাষা কেন্দ্রীয় সমিতির উপদেষ্টা পদটি অর্জন করার কারণে রঞ্জিত প্রসাদকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সঞ্জু মল্লিক গজল পরিবেশনে,প্রশান্ত চৌধুরী গিটার বাদনে এবং
গৌরব মন্ডল রবীন্দ্র সংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। সুমধুর কন্ঠে সঙ্গীত পরিবেশন করেন দশরথ সাউ।

এদিন ছিল কবিতা পাঠের অনুষ্ঠান। কবিতাপাঠ করেন মুরলি চৌধুরী,রামাশ্রয় সাউ,কুমার বৈজু,কার্তিক বাসফোর, সন্তোষ কুমার,রামদয়াল প্রসাদ,সুধাকর মিশ্র,কুমারী ঈশা গুপ্তা,বিউটি কুমারী,প্রীতি কুমারী,কোমল শর্মা,,প্রশান্ত চৌধুরী,সাগর শর্মা আজাদ এবং তমাল সাহা।
কবিতা পাঠের সূত্র ধরে সুন্দর সঞ্চালনা করেন সুশীল শর্মা। অনুষ্ঠান সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজেশ্বর কুমার শর্মা।