অবতক খবর: বামেদের দীর্ঘদিনের অভিযোগ অবশেষে স্বীকৃতি  দিলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রকাশ্যে স্বীকার করলেন, তৃণমূল আসলে বিজেপির এজেন্ট। সোমবার সকালে মালদার সাহাপুরে চায়ে পে চর্চা অনুষ্ঠানে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে একথা বলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে দিলীপবাবুর মুখে এহেন স্বীকারোক্তিতে বিজেপির মধ্যেই শোরগোল শুরু হয়েছে।

মালদার সাহাপুরে ভোটপ্রচারে চায়ে পে চর্চা অনুষ্ঠানে সক্কাল সক্কাল মিলিত হন স্থানীয়দের সঙ্গে। রবিবার মালদারই সুজাপুরে সভা করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অধীর চৌধুরীকে বিজেপির এজেন্ট বলে দাবি করেন। অভিষেকের সেই মন্তব্য দিলীপবাবুর প্রতিক্রিয়া, ‘অধীর চৌধুরী আবার কবে বিজেপির সঙ্গে হাত মেলাল? তৃণমূলই বিজেপির সঙ্গে হাত মেলায়। তৃণমূল বিজেপির এজেন্ট। দিল্লি গিয়ে হাত মেলায়।’ সঙ্গে তাঁর দাবি, ‘তৃণমূল নিজের ধান্দায় চলে। মানুষ সব বুঝে গিয়েছে। তাই এবার পঞ্চায়েত ভোটে তার জবাব দেবে।’

রবিবার সুজাপুরের সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে আক্রমণ করেন অভিষেক। বলেন, ‘রাহুল গান্ধী পাটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বলছেন একসঙ্গে লড়াই করবেন। আর বাংলার দুই কংগ্রেস সাংসদ বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে যাচ্ছেন। দু’‌জন কংগ্রেসের সাংসদ রয়েছে। একদিনের জন্য অধীর চৌধুরী, আবু হাসেম খান চৌধুরীরা বিজেপির বিরুদ্ধে বৈঠক করেননি। আর এখানে রোজ মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করছেন। সিপিএমের মহম্মদ সেলিম, বিমান বসুরা কখনও বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন?‌ বিজেপিকে দেখেছেন কখনও অধীর চৌধুরীর বিরুদ্ধে কথা বলতে। আসলে বিজেপির সবথেকে বড় এজেন্ট অধীর চৌধুরী।’