অবতক খবর,৩ জুলাইঃ গতকাল রবিবার রাত সাড়ে আটটা নাগাদ শামসেরগঞ্জ বাবুপুরে গুলিবিদ্ধ হন আরিফ শেখ নামে এক কংগ্রেস কর্মী। তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি মেডিকেল কলেজে আসেন এবং কংগ্রেস কর্মী আরিফ শেখ কে দেখেন।

অধীর বলেন,সে চিনতে পারছে কিন্তু কোন রকম কথা বলতে পারছে না এ বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলা হয়েছে ডাক্তার বললেন এই সময়ে অপারেশন করে গুলি বার করা পেশেন্টের পক্ষে ক্ষতিকারক হতে পারে। অধীর বলেন আরিফ শেখ যখন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয় তখন সে বলেছেন যে তাকে গুলি করেছে বিধায়ক। অধীর বলেন যে কাজ করতে অভ্যস্ত তৃণমূল প্রশাসন সেখানে আমরা কি করে বসে থাকব। তিনি বলেন সে কিন্তু বেঁচে আছে তার জবানবন্দী নেয়ার দায়িত্ব পুলিশের। পুলিশ জবানবন্দী নিয়েছেন কিনা তা তার জানা নেই, বললেন অধীর। তিনি সাংবাদিকদের বলেন পেশেন্টের মুখ দিয়ে শুনুন সে কালকেই গুলিবিদ্ধ অবস্থায় বলেছে যে তাকে শামসেরগঞ্জের তৃণমূল বিধায় ক আমিরুল ইসলাম গুলি চালিয়েছেন। এরপর আমি কি বললাম আপনি কি বললেন তৃণমূলের নেতারা কি বলল তাতে কিছু যায় আসে না।