অবতক খবর,২৯ ডিসেম্বরঃ এক সময়ের জাঙ্গিপাড়ার দাপুটে তৃণমূলের নেতা শেখ মঈন উদ্দিন গত বিধান সভা ভোটের আগে আই এস এফে যোগদান করেন।

গত বিধানসভা ভোটে জাঙ্গিপাড়া বিধান সভা থেকে তৃণমূল প্রার্থী স্নেহাসিস চক্রবর্তী বিরুদ্ধে আই এস এফের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেন।

জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন শেখ মঈন উদ্দিন ওরফে বুদো।

গত কাল জাঙ্গিপাড়ার ফুরফুরা শরীফে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম।সেখানেই ফিরহাদ হাকিমের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন শেখ মঈন উদ্দিন।

এবিষয়ে শেখ মইনউদ্দিন বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্ম দের নিয়ে নতুন দল করছে সে কারণেই আবার তৃণমূলে ফিরে আসা।

আই এস এফ প্রধান নওশাদ সিদ্দিকী বলেন বিধান সভা ভোটের পর থেকেই উনি নিষ্ক্রিয় ছিলেন।চলে গেছেন খারাপ লাগছে তবে জাঙ্গিপাড়া এলাকা থেকে আই এস এফ এর একটা ভোট কমলো।